বৈষ্ণব মতে একাদশী তালিকা ২০২৫

বৈষ্ণব মতে একাদশী তালিকা ২০২৫ সালের জন্য। অন্যান্য বছরের ন্যায় এবারও বৈষ্ণব মতে একাদশীর তালিকায় রয়েছে সঠিক নিয়ম অনুযায়ী সময়সূচী। আমাদের সবার কর্তব্য ধর্ম রক্ষার্থে ধর্ম পালন করা এর জন্য সঠিক সময়সূচীর প্রয়োজন অনেক।

বৈষ্ণব-মতে-একাদশী-তালিকা-২০২৫

বৈষ্ণব মতে একাদশীর তালিকা ২০২৫ সালে ধর্মীয় মতে রীতি নীতিতে সবকিছুর ভিত্তিতে পালিত হবে অন্যান্য বছরের মতোই করে একাদশী। নিয়ম অনুযায়ী আপনি একাদশী পালন করবেন। আজকে একাদশীর তালিকা সম্পর্কে দেখানো হলো।

পেজ সূচিপত্রঃ বৈষ্ণব মতে একাদশী তালিকা ২০২৫

বৈষ্ণব মতে একাদশী তালিকা ২০২৫

বৈষ্ণব মতে একাদশী তালিকা ২০২৫ অন্যান্য বছরের মতো এবার পালিত হবে একাদশী। সঠিক নিয়ম অনুযায়ী আপনি একাদশী পালন করবেন। একাদশী মতে যেগুলো নিয়ম-কানুন রয়েছে সেগুলো নিয়ম-কানুন মেনেই আমাদের কর্তব্য একাদশী ব্রত পালন করা। একাদশীর সময় বিঘ্ন ঘটে এমন কর্মকাণ্ড থেকে সব সময় বিরত থাকার চেষ্টা করবেন। ধর্ম এবং নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করা দরকার। চট্টগ্রাম সময় অনুযায়ী একাদশী পালন করার তালিকা নিচে দেওয়া হল।

একাদশীর দিনে অবশ্যই চেষ্টা করবেন স্বয়ং শ্রীকৃষ্ণকে ভোগ উৎসর্গ করার। একাদশীর দিনের সবচেয়ে ভালো হয় গীতা পাঠ করা। একাদশীর পরের দিন অর্থাৎ পারনের সময় সূচি এবং বার সবকিছুই থাকছে আজকের এই একাদশী তালিকায়। একাদশীর পরের দিন অর্থাৎ পারনের সময় সঠিক নিয়ম অনুযায়ী করা দরকার। সবকিছু মাথায় রেখে একাদশীর তালিকা বানানো হলো।

তারিখ বার একাদশী পারনের সময় সূচি
১০ জানুয়ারী শুক্রবার পুত্রদা ৬ঃ৩৪ হতে ৮ঃ৫৩
২৫ জানুয়ারী শনিবার ষটতিলা ৬ঃ৩৩ হতে ১০ঃ১৪
৮ ফেব্রুয়ারী শনিবার ভৈমী ৬ঃ২৭ হতে ১০ঃ১৩
২৪ ফেব্রুয়ারী সোমবার বিজয়া ৬ঃ১৭ হতে ১০ঃ০৯
১০ মার্চ সোমবার আমলকি ব্রত ৬ঃ০৫ হতে ৮ঃ৪৬
২৬মার্চ বুধবার পাপমোচনী ৫ঃ৫০ হতে ৯ঃ৫৫
৯ এপ্রিল বুধবার কামদা ৫ঃ৩৭ হতে ৯ঃ৩৮
২৪ এপ্রিল বৃহস্পতিবার বরুথিনী ৫ঃ২৪ হতে ৯ঃ৪২
৮ মে বৃহস্পতিবার মোহিনী ৫ঃ১৫ হতে ৯ঃ৩৮
২৩ মে শুক্রবার অপরা ৫ঃ০৯ হতে ৯ঃ৩৬
৭ জুন শনিবার পান্ডব নির্জলা ৫ঃ০৭ হতে ৭ঃ৫০
২২ জুন রবিবার যোগিনী ৫ঃ০৯ হতে ৯ঃ৩৯
৬ জুলাই রবিবার শয়ন ৫ঃ১৪ হতে ৯ঃ৪৩
২১ জুলাই সোমবার কামিকা ৫ঃ২০ হতে ৭ঃ৩৭
৫ আগষ্ট মঙ্গলবার পবিত্রোপনা ৫ঃ২৬ হতে ৯ঃ৪৭
১৯ আগস্ট মঙ্গলবার অন্নদা ৫ঃ৩১ হতে ৯ঃ৪৭
৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পাশ্ব ৫ঃ৩৬ হতে ৯ঃ৪৬
১৭ সেপ্টেম্বর বুধবার ইন্দিরা ৬ঃ০৬ হতে ৯ঃ৪৪
৩ অক্টোবর শুক্রবার পাশাঙ্কশা ৫ঃ৪৫ হতে ৯ঃ৪২
১৭ অক্টোবর শুক্রবার রমা ৫ঃ৫০ হতে ৯ঃ৪১
২ নভেম্বর রবিবার উথান ৫ঃ৫৭ হতে ৯ঃ৪৩
১৫ নভেম্বর শনিবার উৎপন্না ৯ঃ৪১ হতে ৯ঃ৪৬
১ ডিসেম্বর সোমবার মোক্ষদা ৬ঃ১৬ হতে ৯ঃ৫৩
১৬ ডিসেম্বর মঙ্গলবার সফলা ৬ঃ২৫ হতে ১০ঃ০০
৩১ ডিসেম্বর বুধবার পুত্রদা ৬ঃ৩২ হতে ১০ঃ০৮
একাদশী ব্রত তালিকার ২০২৫

একাদশী ব্রতের নিয়ম কানুন 

একাদশী ব্রতের নিয়ম কানুন সম্পর্কে অনেকে জানে না। একাদশী ব্রত হিন্দুধর্মের পবিত্র এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রাচীনকাল থেকে মহাপ্রভু শ্রী চৈতন্য অনুসারে আমরা একাদশী ব্রত পালন করে থাকি। এটি বিষ্ণুর আরাধনার  একটি বিশেষ তম দিন। একাদশী থাকার মাধ্যমে এই দিনে বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে হয়। একাদশীর দিনে আমিষ জাতীয় খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা হয়।

মূলত এর আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় সেই দিনটিতে। এই দিনে শস্য দানা জাতীয় খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে হয়। সামর্থ্য অনুযায়ী সামান্য পরিমাণ ফলমূল এবং জল পান করা হয়। এগুলো নিয়ম কানুন মেনে একাদশী ব্রত করা হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

কিউট ফাইবারেরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url