এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট - ১১ উপায়ে
এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট পাওয়ার কাজটি একদম ঘরে বসে করা যায়। বর্তমান দিনে আমরা অনেকে জানিনা কিভাবে ফোন দিয়ে এড দেখে টাকা ইনকাম করা যায়। আজ ফোন দিয়ে ঘরে বসে টাকা ইনকাম করার সাইট সম্পর্কে জানব।
বর্তমান বিশ্বে কম বেশি সবাই মোবাইল ফোন ইউজ করে যা দিন দিন বেড়েই
চলেছে। কেমন হয় যদি আপনার হাতে থাকা সেই মোবাইল দিয়ে এড
দেখে টাকা ইনকাম করা যায়। চলুন আজকের এই ব্লগ পোস্টে এড দেখে
টাকা ইনকাম বিকাশে পেমেন্ট সম্পর্কে বিস্তারিত জানব।
পেজসূচিপত্রঃএড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
- এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
- এড দেখে টাকা ইনকামের অ্যাপ ও ওয়েবসাইট
- এড দেখে টাকা ইনকামের ১১ টি উপায়
- ySense এ এড দেখে টাকা ইনকামের নিয়ম
- ClipClaps এড ও ভিডিও দেখে টাকা ইনকাম
- AdWallet অ্যাপ থেকে এড দেখে টাকা ইনকাম
- Swagbucks প্ল্যাটফর্ম থেকে এড দেখে টাকা ইনকাম
- One Step Task থেকে এড দেখে টাকা ইনকাম
- Tp Nex ওয়েবসাইট থেকে এড দেখে টাকা ইনকাম
- Ptc44 এড দেখে টাকা ইনকাম ওয়েবসাইট থেকে
- এড দেখে টাকা ইনকাম Coinpayu ওয়েবসাইটে
- Inbox Dollars টাকা ইনকাম এড দেখে ওয়েবসাইট
- এড দেখে টাকা ইনকাম Retro Club app
- Sunsclick এড দেখে টাকা ইনকাম প্ল্যাটফর্ম
- বিকাশে টাকা উত্তোলন পদ্ধতি
- শেষ কথাঃ এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট কিভাবে পাবেন ? বর্তমান যুগটা অনলাইন ভিত্তিক যুগে পরিণত হয়েছে বর্তমান যুগ ইন্টারনেট একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে মানুষ নানাভাবে টাকা আয় করতে পারে। দৈনন্দিন কাজে আমরা অনলাইনকে বেছে নিয়েছি কাজের ক্ষেত্রে হিসেবেও। এছাড়াও অনলাইনে আমরা বেশিরভাগ সময় টুকু দিয়ে থাকি যে সময়টুকু আমরা ব্যবহার করে কিছু সময়ের মধ্যে হাজার হাজার টাকা ইনকাম করতে পারব তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে।
এড দেখে টাকা ইনকাম করা একটি জনপ্রিয় পদ্ধতি যা সহজ এবং ঝুঁকিমুক্ত আয়ের মাধ্যম হিসেবে পরিচিত অনেকের।ব্যবহারকারীরা বিভিন্ন অনলাইন অ্যাপ বা ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখে এবং নির্ধারিত শর্ত পূরণ করে টাকা উপার্জন করেন। ভাবতে অবাক লাগবে যে আপনার হাতে থাকা স্মার্ট ফোন অথবা আপনার ডেস্কটপ দিয়ে শুধু এড দেখে হাজার হাজার টাকা ইনকাম করা যায়।উপার্জিত টাকা সরাসরি বিকাশ পেমেন্ট নেওয়া যায়।
তবে শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে টাকা ইনকাম করা সম্ভব তাও আবার বিকাশের মাধ্যমে পেমেন্ট পাবেন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে আমরা তো ভিডিও বা ওয়েবসাইট দেখতে লাগলে এড দেখি কিন্তু টাকা ইনকাম হয় না। আসলে বিষয়টি এরকম নয় আপনাকে এড দেখে টাকা ইনকাম করার জন্য কিছু এপ্লিকেশন এবং কিছু ওয়েবসাইট ব্যবহার করতে হবে।সেই ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন হাজার হাজার টাকা।
বর্তমানে এড দেখে টাকা ইনকাম করার পরিমাণ বেড়েই চলেছে তাই আপনার মূল্যবান সময়টুকু কাজে লাগিয়ে দিনে ৫০০ টাকা থেকে ১০০০ টাকা ইনকাম করতে পারেন। আর আপনাদের কাছে এমন কিছু ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন তুলে ধরব যা আপনাদেরকে এড দেখার মাধ্যমে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন।বর্তমান যুগে দিন দিন ছাত্র থেকে বিদ্ধ একটু বেশি ফোন ব্যবহার করে যার জন্য তাদের ফোন ব্যবহার হতে পারে টাকা ইনকামের মাধ্যম।
এর জন্য আপনাকে খরচ করতে হবে না অতিরিক্ত পরিমাণের অর্থ যা অনেকে করতে চায় না।
অনেক সময় দেখা গেছে এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট বলে অনেকে প্রতারণা করে
যা কর্মক্ষেত্রের মানকে নষ্ট করে দেয়। কিন্তু এখন সেই প্রতারণা দিন শেষ আপনি
বিশ্বাস যোগ্য ওয়েবসাইটের মাধ্যমে এবং অ্যাপের মাধ্যমে টাকা ইনকাম করতে
পারবেন। আর যদি সেই ওয়েবসাইট কর্তৃপক্ষ আপনাকে পেমেন্ট না করে তাহলে আপনি
পদক্ষেপ নিতে পারবেন। কিভাবে অ্যাড দেখে টাকা ইনকাম করবেন সে সম্পর্কে জেনে নিই
চলুন।
আরো পড়ুনঃ লুডু গেম খেলে টাকা আয়
এড বা বিজ্ঞাপন দেখাঃ এড বা বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করা যায় সে সম্পর্কে উপরে অনেক আলোচনা করেছি।এখানে এমন কিছু ওয়েব সাইটের নমুনা তুলে ধরবো যেগুলো সরাসরি টাকা প্রদান করে থাকে আবার এমন অ্যাপ বা ওয়েব সাইট রয়েছে যেগুলো পয়েন্টের মাধ্যমে টাকা পাওয়া যায়।তবে সরাসরি টাকা ইনকামের প্রক্রিয়া অনেক ভালো।
বিশ্বস্ত অ্যাপ বা ওয়েবসাইটঃ বিশ্বস্ত অ্যাপ বা ওয়েবসাইট হতে হবে আপনার সফল টাকা ইনকামের মাধ্যম।বলা যেতে পারে প্রথম বাছাই পর্ব বিশ্বস্ত অ্যাপ বা ওয়েবসাইট নির্বাচিত করা প্রয়োজন এতে করে আপনি টাকা উত্তলনের সময় জামেলায় পড়বেন না।বেশির ভাগ সময় চেষ্টা করবেন অ্যাপ যাচাই করনে Google Play Store থেকে নামানোর।
অ্যাকাউন্ট তৈরি বা রেজিস্ট্রেশনঃ অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি বা রেজিস্ট্রেশন করতে হবে।অ্যাকাউন্ট তৈরি করার সময় লাগবে আপনার ইমেল,মোবাইল নাম্বার,একটি শক্তিশালী পাসওয়ার্ড।অ্যাকাউন্ট টি খুলতে হবে আপনার সেই ওয়েবসাইট বা অ্যাপটিতে।
শর্ত প্রযোজ্যঃ অ্যাপ বা ওয়েবসাইট কর্তৃপক্ষের কিছু শর্ত থাকতে পারে
যেমন কিছু প্লাটফর্মে কাজ করার পাশাপাশি বা এড দেখানের পাশাপাশি ভিডিও দেখা,পণ্য
দেখা, নানান কুইজ প্রতিযোগিতা থাকতে পারে।
টাকা উত্তোলনঃ টাকা উত্তোলন করতে পারেন আপনার পার্সোনাল বিকাশ একাউন্টে অথবা নগদে। এছাড়াও যদি আপনার পার্সোনাল ব্যাংক একাউন্ট থাকে তাতেও নিতে পারবেন।তবে অনেক ক্ষেত্রে সরাসরি টাকা নাও তোলা যেতে পারে। সে ক্ষেত্রে আপনার পয়েন্ট জমা হবে যা পরে তুলে নেওয়া যাবে।
এড দেখে টাকা ইনকামের অ্যাপ ও ওয়েবসাইট
আপনাদের সামনে এমন কিছু বিশ্বস্ত ওয়েবসাইট সম্পর্কে তুলে ধরবো যেগুলোতে আপনার টাকা ইনকাম হবেই। আমাদের বর্তমান বিশ্বে শুধু অ্যাড দেখেই টাকা ইনকামের জন্য প্রচুর ওয়েবসাইট বা অ্যাপ রয়েছে যেগুলোতে আপনি শুধু এড দেখেই টাকা ইনকাম করতে পারবেন তাও কোন পরিশ্রম ছাড়াই। তবে যেগুলো ওয়েবসাইট আপনাকে শতভাগ ইনকাম দেবে সে ওয়েবসাইট সম্পর্কে হয়তোবা অনেকে জানেন আবার কেউ জানেন না চলুন আজ জেনে নেই সেই ওয়েবসাইট গুলো সম্পর্কে।
এমন কিছু অ্যাপ বা ওয়েবসাইট রয়েছে যেগুলো তে এড অথবা ভিডিও দেখে টাকা ইনকাম করা
যায়। কিছু কিছু প্লাটফর্ম রয়েছে যেগুলো আপনাকে সরাসরি টাকা না দিয়ে পয়েন্ট
অর্জনের মাধ্যমে তথ্য প্রদান করে থাকে। টাকা উপার্জনের ক্ষেত্রে পয়েন্ট হোক
কিংবা সরাসরি টাকা দুটোই ভালো। তবে বিশ্বস্ত না হলে সে ওয়েবসাইট আপনাকে টাকা নাও
দিতে পারে যার জন্য আপনি প্রতারিত হতে পারেন। আজ এমন কিছু ওয়েবসাইট সম্পর্কে
আলোচনা করব যেগুলো আপনাকে ১০০% কাজ করার পরে পেমেন্ট করবে।
- ySense
- ClipClaps
- AdWallet
- Daliy taka app
- Swagbucks
- Meta pro space
- My point
- One Step Task.com
- Tp Nex
- Ptc44
- Coinpayu
এড দেখে টাকা ইনকামের ১১ টি উপায়
এড দেখে টাকা ইনকামের ১১ টি উপায় সম্পর্কে আপাদের কাছে তুলে ধরবো যা আপনাদের ইনকামের পথটিকে আরো সহজ করে দেবে।বর্তমানে এড দেখে টাকা ইনকামের জন্য অনেক অ্যাপ ও ওয়েব সাইট রয়েছে।সেগুলোর মধ্যে ভালো এবং বিশ্বস্ত অ্যাপ বা এপ্লিকেশন খুঁজে পাওয়া যায় না যার জন্য আমরা বেশিরভাগ সময় প্রতারিত হয়ে থাকি। কাজ করলেও আমরা প্রতারকের মাধ্যমে টাকা পেমেন্ট পাইনা যার জন্য আমাদের ইনকাম ব্যবস্থা ভেঙে যায়।
আরো পড়ুনঃ গল্প লিখে টাকা আয় করার উপায়
এড দেখে টাকা ইনকামের এগারোটি উপায় এর মধ্যে রয়েছে কিছু ওয়েবসাইট এবং কিছু অ্যাপ্লিকেশন যা আপনার ইনকাম করতে সহজলভ্য করে দেবে। অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকেই পেয়ে যাবেন আপনি যদি আইফোন ইউজার হন তাহলে অ্যাপেল স্টোর থেকে পেয়ে যাবেন। তো চলুন জেনে নেওয়া যাক এড দেখে টাকা ইনকামের সহজ উপায় ১১ টি উপায়।
ySense এ এড দেখে টাকা ইনকামের নিয়ম
ySense এ এড দেখে টাকা ইনকামের নিয়ম রপ্ত করতে আপনাকে বেশি জামেলায় পড়তে হবে না। মূলত বিনা অভিজ্ঞতায় কাজ করতে পারবেন েএই অ্যাপটিতে।বর্তমান যুগ অনলাইন প্ল্যাটফর্মগুলো উপার্জনের জন্য একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যার মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব। ySense অ্যাপ একটি জনপ্রিয় অনলাইন উপার্জন অ্যাপ যা বিজ্ঞাপন দেখা, এবং টাস্ক পূরণের মাধ্যমে আয় করার সুযোগ প্রদান করে থাকে।
এটি বিশেষত সহজ ও ঝুঁকিমুক্ত আয়ের জন্য পরিচিত অ্যাপের মধ্যে একটি। এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হলো কীভাবে ySense অ্যাপ ব্যবহার করে এড দেখে টাকা ইনকাম করা যায় এবং উপার্জিত অর্থ বিকাশের মাধ্যমে উত্তোলন করা যায়।অ্যাপটিতে বিকাশে টাকা তোলার জন্য আলাদা সুযোগ রয়েছে যা আমাদের দেশের জন্য অনেক ভালো একটি সুযোগ। অফার কমপ্লিট করার মাধ্যমে অ্যাপটির কর্তৃপক্ষ টাকা দিয়ে থাকে। তবে এই অ্যাপটি Paid online sarvice চালু করতে অর্থ বিনিয়েগ করতে হয় তবে অতটাও ব্যায়বহুল নয়।
ClipClaps এড ও ভিডিও দেখে টাকা ইনকাম
ClipClaps এড ও ভিডিও দেখে টাকা ইনকাম অ্যাপটি একটি মজার মজার ভিডিও দেখে টাকা ইনকামের জনপ্রিয় অ্যাপ। একটি মূলত বিনোদনমূলক ভিডিও দেখার একটি অন্যতম মাধ্যম এখানে আপনি মজার মজার ভিডিও দেখে মজা নিতে পারেন এবং মোটা অংকের অর্থ ইনকাম করতে পারেন। অ্যাপটিতে কোন পরিমাণের ঝুঁকি নেই যার জন্য আপনি নির্দ্বিধায় অ্যাপটি ব্যবহার করে অনেক টাকা উপার্জন করতে পারেন। অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারেন।
AdWallet অ্যাপ থেকে এড দেখে টাকা ইনকাম
AdWallet অ্যাপ থেকে এড দেখে টাকা ইনকাম করা যায়। AdWallet একটি অনলাইন মার্কেটিং এবং অ্যাপ যেখানে ব্যবহারকারীরা সরাসরি ব্র্যান্ডের বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করতে পারবে। অ্যাপটি বিজ্ঞাপনদাতাদের জন্য প্রাসঙ্গিক দর্শক প্রদান করে এবং দর্শকদের জন্য আর্থিক পুরস্কার প্রদান করে থাকে। এটি মূলত PayPal এবং অন্যান্য ই ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট প্রদান করে তবে বিকাশে টাকা তোলার জন্য কিছু পদ্ধতি রয়েছে। এই অ্যাপটিতে সরাসরি টাকা প্রদান করে থাকে কোন ঝামেলা ছাড়াই।
কোনরকম অভিজ্ঞতা ছাড়াই আপনি এই অ্যাপটিতে অনেক টাকা ইনকাম করতে পারেন শুধু এই নয় অ্যাপটি আপনাকে দিচ্ছে বিকাশ অথবা নগদে টাকা উইথ ড্র করার সুযোগ। আপনি টাকা ইনকাম করার সাথে সাথে এড ওয়ালেট টাকা পেমেন্ট করে থাকে। মূলত একটি ব্র্যান্ডের হওয়ার কারণে টাকা উপার্জন করার একটি ভালো অ্যাপ্লিকেশন হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। তাই খুব সহজে আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে অনেক টাকা ইনকাম করতে পারেন।
Swagbucks প্ল্যাটফর্ম থেকে এড দেখে টাকা ইনকাম
Swagbucks প্ল্যাটফর্ম থেকে এড দেখে টাকা ইনকাম করতে চাইলে প্রথমে আপনাকে এই প্ল্যাটফর্মে যোগদান করতে হবে এর জন্য আপনাকে প্রথমে এই অ্যাপটি ডাউনলোড করে নিয়ে রেজিস্ট্রেশন করতে হবে যার জন্য আপনার ইমেইল একাউন্ট এবং মোবাইল ফোন নাম্বার প্রয়োজন হতে পারে।Swagbucks অ্যাপটি আপনাকে পয়েন্ট আকারে এমাউন্ট দিয়ে থাকে। আপনি এড দেখে যত পয়েন্ট যোগ করতে পারবেন তত আপনার ইনকাম বৃদ্ধি পাবে। এছাড়াও আপনাকে আরো সুযোগ-সুবিধা দিবে যেমন আপনাকে গিফট ভাউচার হিসাবে অর্থ প্রদান করে থাকে।
One Step Task থেকে এড দেখে টাকা ইনকাম
One Step Task থেকে এড দেখে টাকা ইনকাম করা যায় মাত্র ক্ষুদ্র কাজ দ্বারা। One Step Task ওয়েব সাইটে দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে পয়েন্ট আকারে জমা হয় যা পরবর্তীতে টাকার রূপে বিকাশে পেমেন্ট করা হয়। এই ওয়েবসাইটটি ব্যবহার করে ছোট ছোট কাজ করে অনেক টাকা ইনকাম করা সম্ভব। ১থেকে ২ ঘন্টা কাজ করে ৩০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন। অবশ্যই মনে রাখতে হবে আপনি ইনকাম তখনই করতে পারবেন যখন ওয়েবসাইট কর্তৃপক্ষ থেকে কিছু টাক্স দেওয়া হবে সেটা পূরণের মাধ্যমে।
এ ওয়েবসাইটটি এখন বর্তমানে অনেক ভালো জায়গায় রয়েছে। বর্তমান যুগে অনলাইন প্ল্যাটফর্মগুলো উপার্জনের জন্য একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে One Step Task ওয়েবসাইট। মনে রাখতে হবে এড দেখে টাকা ইনকাম সাইট গুলো আপনার প্রতিদিনের কাজ হবে না। কারণ এড দেখে যে টাকাটা আপনি আয় করবেন সেটা খুব স্বল্প পরিমাণ। তাই আপনাকে বিকল্প কোন কাজ বেছে নিতে হবে।
Tp Nex ওয়েবসাইট থেকে এড দেখে টাকা ইনকাম
Tp Nex ওয়েবসাইট থেকে এড দেখে টাকা ইনকাম করা যায় কী? হ্যাঁ সম্ভব Tp Nex একটি খুব জনপ্রিয় ওয়েবসাইট যা এড দেখে খাওয়ানোর মাধ্যমে টাকা ইনকাম করে থাকে। মূলত Tp Nex ওয়েবসাইটটিতে ব্র্যান্ডের সব এড দেখানো হয়। এই ওয়েবসাইটেও মূলত পয়েন্ট অর্জন করার মাধ্যমে টাকা প্রদান করে থাকে। তবে বর্তমানে ওয়েবসাইটটির ব্যাপক ব্যবহার রয়েছে যার ফলে ওয়েবসাইট কর্তৃপক্ষ ঠিকমতো ইনকাম প্রদান করে থাকে। বিষয় হলো এই ওয়েবসাইটে কাজের জন্য কোন দক্ষতার প্রয়োজন হয় না।
Ptc44 এড দেখে টাকা ইনকাম ওয়েবসাইট থেকে
Ptc44 এড দেখে টাকা ইনকাম ওয়েবসাইট থেকে করা যায় তাও আবার কোন রকম দক্ষতা ছাড়া করতে পারবেন।এর জন্য তবে টাকা খরচ করতে হবে যেহেতু এটা PTC (Paid to Click) সাইট। এই ওয়েবসাইটটি তে আপনি টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই বিনা অভিজ্ঞতা ছাড়াই তবে খেয়াল রাখতে হবে অন্য কোন ওয়েবসাইটে ক্লিক থেকে বিরত থাকা। এড দেখার জন্য যত ক্লিক করবেন তত ইনকাম বাড়বে আপনার। Ptc44 এড দেখে টাকা ইনকাম প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা অব্দি।
এড দেখে টাকা ইনকাম Coinpayu ওয়েবসাইটে
এড দেখে টাকা ইনকাম Coinpayu ওয়েবসাইটে তাও আবার কোন ঝামেলা ছাড়াই। মাত্র এক থেকে দুই ডলার ইনকামে পেমেন্ট পেতে পারেন তাও আবার বিকাশে। আমার মতে Coinpayu ওয়েবসাইট একটি ভালো এবং সুরক্ষিত ওয়েবসাইট। এড দেখে এক টাকা ইনকাম করার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে তবে এই ওয়েবসাইটটি অন্য ওয়েবসাইট চেয়ে একটু বেশি ভালো। মূলত ৩০ সেকেন্ডের এড দেখতে হয় এই ওয়েবসাইটে যার ফলে বেশি পারিশ্রমিক করতে হয় না।
Coinpayu থেকে আয় করার পরে আপনাকে নির্দিষ্ট পরিমাণে অর্থ জমা করতে হবে (যেমন $1 বা $2) যাতে করে আপনি পেমেন্ট নিতে পারেন। Coinpayu বিজ্ঞাপন দেখে আয় করতে পারবেন তবে এটি বড় ধরনের আয় উপার্জন করার উপায় নয়। এটি এক ধরনের অতিরিক্ত আয়ের উৎস হিসেবে বিবেচিত হতে পারে। তাই এড দেখে টাকা ইনকামের ওয়েবসাইটকে ইনকাম সোর্সের মূল উদ্দেশ্য করে রাখবেন না।
Inbox Dollars টাকা ইনকাম এড দেখে ওয়েবসাইট
Inbox Dollars টাকা ইনকাম এড দেখে ওয়েবসাইট অল্প পরিমাণের অর্থ উপার্জন করা যায়। Inbox Dollars একটি জনপ্রিয় Paid to Click (PTC) সাইট যেখানে আপনি বিজ্ঞাপন দেখার মাধ্যমে এবং সারা দিন নানা কাজ করে টাকা ইনকাম করতে পারেন। এড দেখতে ক্লিক করার পর একটি নতুন পপ আপ বা ট্যাব খুলবে এবং আপনাকে এডটি ২০ সেকেন্ড থেকে ১ মিনিট বা তার বেশি সময় দেখতে হবে।
মূলত এড দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট গুলো প্রায় সব এক রকমই হয়ে থাকে তাই এর জন্য আলাদা কোন কিছুই বলার নেই। তবে যে ওয়েবসাইটটি আপনাকে বেশি পরিমাণ অর্থ দিবে সে সাইডে কাজ করা ভালো। যে ওয়েবসাইটে কাজ করেন আপনি খেয়াল রাখতে হবে আপনার একাউন্ট আইডি এবং ইমেইল আইডি যাতে হ্যাক না হয়। তবে এই ইনকাম সাইট আপনার ক্ষুদ্র ইনকামের পথ হতে পারে।
এড দেখে টাকা ইনকাম Retro Club app
এড দেখে টাকা ইনকাম Retro Club app হতে পারে আপনার এক্সট্রা ইনকাম ব্যবস্থা। অনলাইন ইনকাম এখনকার দিনে একটি বিশাল মাধ্যম হয়ে উঠেছে যার নেই ইনকাম বেড়েই চলেছে। তবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কয়েক সেকেন্ডের অ্যাড দেখে অনেক টাকা ইনকাম করা সম্ভব। তবে এখনকার দিনে অনেকেই জানে না এড দেখে টাকা ইনকাম যায়। তেমনি Retro Club app দিয়ে শুধু ঘরে বসেই অনেক টাকা ইনকাম করা যায় তাও আবার অ্যাড দেখে। এই অ্যাপটিতে লগইনের পরে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে পরের ধাপ অনুযায়ী আপনাকে এড দেখতে হবে।
ভাবতেই অবাক লাগে এক সময় আমরা শুধুে এড দেখতাম অযথাই। আর এখন অনেক অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাড দেখে টাকা ইনকাম করা যাচ্ছে তাও আবার কোন ধরনের অভিজ্ঞতা ছাড়াই। তবে আমার মতে এক্সট্রা সময়টুকু এদিকে দিয়ে অল্প পরিমাণে অর্থ উপার্জন করা সম্ভব। তবে মনে রাখতে হবে এইটা পেশা নয়। মূলত Retro Club app দিয়ে তাদের অন্তর্ভুক্ত যত বিজ্ঞাপন রয়েছে সেগুলো রেংক করে থাকে।
Sunsclick এড দেখে টাকা ইনকাম প্ল্যাটফর্ম
Sunsclick এড দেখে টাকা ইনকাম প্ল্যাটফর্ম এটা মূলত এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইট দ্বারা এড দেখা যায় এবং ইনকাম আসে। এই ওয়েবসাইটটি ব্যবহারে আপনারা পয়েন্ট আকারে একটি অফার জমা হবে পরবর্তীতে এই অফার দ্বারা আপনার টাকা বিভাজন করা হবে এছাড়াও নানান ক্ষেত্রে দেখা যায় অনেক ধরনের গিফট এবং কুইজ প্রতিযোগিতার মাধ্যমে টাকা প্রদান করা হয়। আপনি চাইলে Sunsclick এড দেখে টাকা ইনকাম করতে পারেন।
Sunsclick একটি PTC ওয়েবসাইট যা ব্যবহারকারীদেরকে বিজ্ঞাপন দেখে এবং অন্যান্য সহজ টাস্ক সম্পন্ন করে অর্থ উপার্জনের সুযোগ দেয়। এখানে আপনি প্রতিটি বিজ্ঞাপন দেখার জন্য নির্ধারিত অর্থ বা পয়েন্ট পাবেন যা পরে উত্তোলনযোগ্য আকারে অর্থে রূপান্তর করা যায়। Sunsclick ব্যবহারকারীদের পে পাল,পে-নার এবং বিকাশের মতো বিভিন্ন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে।
বিকাশে টাকা উত্তোলন পদ্ধতি
শেষ কথাঃ এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
আপনি যদি অ্যাড দেখে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু নিয়মকানুন এবং অল্প কিছু বিষয় ধারণা রাখতে হবে। আপনি অ্যাকাউন্ট খোলা সম্পর্কে এবং বিকাশ একাউন্ট চালানো সম্পর্কে হালকা কিছু ধারণা রাখতে হবে। হবে আমরা অযথা অনেক সময় নষ্ট করে থাকি সেই সময়টাই নষ্ট না করে কাজে লাগিয়ে এড দেখে অনেক টাকা ইনকাম করা সম্ভব। তবে অনেকেই মনে করে এড দেখে টাকা ইনকাম করা যায় না এ ধারণাটি ভুল আপনি অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারেন।
এর জন্য বেশি পরিমাণের পারিশ্রমিকও করতে হয় না। মাত্র কয়েক সেকেন্ডের এড দেখার মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব। আমার মতে গুগল প্লে স্টোর থেকে যেগুলো অ্যাপস ডাউনলোড করা যায় সেগুলো অ্যাপস দ্বারা সঠিক ইনকাম নিয়ে আশা সম্ভব। উপরে উল্লেখিত কিছু ওয়েবসাইট সম্পর্কেও ধারণা দেয়া আছে সেগুলো ওয়েবসাইট গিয়ে আপনি টাকা ইনকাম করতে পারেন। তবে এই টাকা ইনকাম টি আপনি যত করবেন তত হবে।
কিউট ফাইবারেরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url