চুলের যত্নে কালোকেশী ব্যবহার করার নিয়ম
চুলের যত্নে কালোকেশী ব্যবহার করার নিয়ম কানুন সম্পর্কে আজ আপনাদের কাছে তুলে ধরব। অনেকেই হয়তোবা জানেন না চুলের যত্নে কালোকেশী কতটা কার্যকরী উপকার গুণ সম্পন্ন একটি গাছ। কালোকেশী আপনার চুলের যত্নের এক প্রাকৃতিক উপাদান।
চুলের যত্নে কালোকেশী ব্যবহার করাটা অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি ।
কালোকেশী আপনার চুলের অতিরিক্ত যত্ন নিতে অনেক সাহায্য করবে। মাথা ঠাণ্ডা রাখতে
কালোকেশীর কোন বিকল্প হয় না। মাথার খুশকি দূর করতে কালোকেশী পাতা
খুব কার্যকরী।
পেজ সূচিপত্রঃচুলের যত্নে কালোকেশী ব্যবহার করার নিয়ম - কালোকেশী পাতার ব্যবহার
চুলের যত্নে কালোকেশী ব্যবহার করার নিয়ম
চুলের যত্নে কালোকেশী ব্যবহার করার নিয়ম সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে আজ এ ব্লগ পোস্টে তুলে ধরব। এর সাথে তুলে ধরবো চুলের যত্নে কালোকেশী কতটুকু ভালো এবং এর গুনাগুন কতটুকু। আমরা সবাই কালোকেশী গাছ চিনি প্রায় সব জায়গায়তেই কালোকেশীর গাছ দেখা যায়। চুলের যত্নে কালকেশী শতাধিক কার্যকারী একটি প্রাকৃতিক নির্যাস। কালোকেশী পাতার রসে রয়েছে মাথা ঠান্ডা করার এক বিশেষ গুণ।
এছাড়াও কালোকেশীর পাতার রসে রয়েছে খুশকি দূর করার এবং উকুন নাশক কার্যকারিতা
গুণ। চুলের যত্নে কালকেশী ব্যবহার করার নিয়ম সম্পর্কে আজকে আপনাদের সাথে
বিস্তারিত আলোচনা করব। কিভাবে তৈরি করবেন কালোকেশী পাতার তেল সে
সম্পর্কেও আজ আমরা জানবো। সবচাইতে ভালো হয় নারিকেল তেলের সঙ্গে সুন্দর করে
মিশিয়ে আপনার মাথায় মালিশ করা। নারিকেল তেলের সঙ্গে কালোকেশী পাতার রস ব্যবহারে
কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
আরো পড়ুনঃ কাঁচা হলুদ এবং নিম পাতার গুনাগুন
- কালোকেশী গাছ প্রায় জঙ্গলে রাস্তাঘাটে যেখানে সেখানে দেখা যায়। কালোকেশী একটি ঔষধি গাছ অনেক গুন সম্পন্ন গাছ এটি। এর পাতা বেটে রস মাথাতে দিলে মাথা অনেক ঠান্ডা থাকে। ঔষধি গুন সম্পন্ন গাছ হওয়ায় এ গাছ অনেকে বাড়ির আঙিনায় লাগিয়ে রাখে।
- কালোকেশী গাছের পাতার রস মাথা ঠান্ডা করতে যেমন কার্যকরী তেমনি চুল সুন্দর এবং চুল পড়া বন্ধ করতে তেমনি কার্যকরী। এছাড়া আপনার মাথাতে যদি খুশকি থাকে সেটা দূর করতেও সাহায্য করে। চুল বড় এবং ঘন করতে এর বিশেষ গুণ রয়েছে।
-
২৫০ মিলি নারিকেল তেল অথবা ভৃঙ্গ রাজ তেলের সাথে মেথির রস, আমলকি,
জবা ফুল এগুলো নিয়ে সুন্দর করে জাল দিয়ে নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে তেল
বানিয়ে নিয়মিত মাথায় দিলে চুল সুন্দর এবং কালো হয়।
-
যাদের মাথায় খুশকি সমস্যা রয়েছে তারা কালোকেশী গাছের ফুল, ফল, পাতা বেটে রস
করে সে রস মাথায় দিলে খুশকি সহ উকুন দূর হয়। এছাড়া মাথা ঠান্ডা রাখতে
কালোকেশী গাছের পাতার রস অনেক ভালো।
-
কালোকেশী পাতার রস ব্যবহার করার পরে অবশ্যই আপনাকে ভালোভাবে শ্যাম্পু দিয়ে
ধুয়ে ফেলতে হবে। প্রায় এক ঘন্টা রাখবেন কালোকেশী পাতার রস আপনার মাথাতে।
নিয়মিত ব্যবহারে আপনার চুল কালো ঘন, লম্বা এবং চুল পড়া দূর করবে।
-
এছাড়া কালোকেশী পাতার রস আরো অনেক কাজে লাগে যেমন আপনার যদি হাত বা পা
কেটে যায় তাহলে সে ক্ষত স্থানে কালোকেশী পাতার রস বেটে দিন। খুব
অল্প সময়ে সে ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।
তবে কালোকেশীর পাতার রস অনেকে নারিকেল তেলের সঙ্গে ব্যবহার করে আবার অনেকে মেথি, আমলকির রস, জবা ফুল ইত্যাদির সঙ্গে মিশিয়ে ব্যবহার করে। আপনি যেভাবে ব্যবহার করুন সেভাবেই কালো কেশীর পাতার রস ভালো কাজ করবে। এছাড়া অনেকে কালোকেশীর পাতার রসের সঙ্গে নারিকেল তেল মিশিয়ে জাল দিয়ে তার সঙ্গে মেথি গুঁড়া মিশিয়ে একটি সুন্দর তেলের টনিক তৈরি করে ব্যবহার করে।
কেশুতি পাতার তেল তৈরি পদ্ধতি
কেশুতি পাতার তেল তৈরি পদ্ধতি এবং টনিক তৈরীর নিয়ম সম্পর্কে বিস্তারিত জানব। আমাদের চুলের যত্নে কেশুতি পাতার তেল অনেক কার্যকরী একটি উপাদান। প্রাকৃতিকভাবে তৈরিকৃত এই তেল আমাদের চুলের যত্নে কোন খামতি রাখে না। ভৃঙ্গরাজ তেল বলতে আমরা প্রাকৃতিকভাবে মানসম্মত গুণ রয়েছে এমন কিছু ব্যবহার করব। চুল ঘন, চুলের গোড়া মোটা করতে, চুল পড়া বন্ধ করতে এবং চুলার বড় করার জন্য কেশুতি পাতার তেল গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি।
প্রথমে আপনাকে কেশুতি পাতা নিতে হবে এরপর কেশুতি পাতার রস বের করে নিতে হবে।কেশুতি পাতার রস বের করার জন্য ব্লেন্ডার মেশিন ব্যবহার করতে পারেন এছাড়া যাদের ব্লেন্ডার নেই তারা হামান দিস্তা অথবা পাটাতে বেটে নিতে পারেন। তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কেশুতি পাতার রস সংরক্ষণ করছেন। এরপর একটি ছাকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিন। ছেকে নেয়া হয়ে গেলে নারিকেল তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন এবং চুলাতে তুলে দিন।
চুলা এমনভাবে চালু রাখবেন যাতে বেশি পরিমাণ হিট বা গরম না হয়। সব সময় একটি খুন্তি দিয়ে নাড়া নাড়ী করবেন। এরপরে কিছু পরিমাণের মেথি গুঁড়া যোগ করতে পারেন। মনে রাখবেন মেথি গুঁড়া ব্যবহার করলে আপনার চুল ঘন এবং সুন্দর হবে। প্রায় পাঁচ থেকে ছয় মিনিট হালকা হিট দিয়ে ভালোভাবে নেড়ে নামাতে হবে। যখন দেখবেন তেলটি একটু সবুজ হয়ে উঠেছে তখন নামিয়ে নিবেন।
গরম হওয়ার পরে তেলগুলো সুন্দর করে আবার ছাকনি দিয়ে ছেকে নিন। তেলটি দেখবেন সুন্দর সবুজ বর্ণের রং নিয়েছে। বেশি তাপমাত্রায় হিট করলে তেলের গুনাগুন নষ্ট হয়ে যাবে তাই চেষ্টা করবেন হিট কম দেওয়ার। তেল ছাকা হয়ে গেলে ঠান্ডা করে একটি সুন্দর কৌটাতে বা বোতলে রাখতে পারেন। তৈরি হয়ে গেল কেশুতি টনিক তেল যা আপনার মাথার চুল পড়া, চুল সুন্দর রাখা এবং উকুন দূর করার জাদুকরি এক তেল।
আরো পড়ুনঃ পেটের চর্বি কমানোর ৯টি সহজ উপায়
কেশুতি পাতা ব্যবহারের নিয়ম
কেশুতি পাতা ব্যবহারের নিয়ম সম্পর্কে প্রায় সকলেরই একটু না একটু ধারণা রয়েছেই। তবে কেশুতি পাতা ব্যবহারের নিয়ম সম্পর্কে একটু সতর্ক এবং খেয়াল রাখতে হবে। কেশুতি পাতা ব্যবহারের নিয়ম একদম সহজ। প্রথমে কিছু পরিমাণের কেশুতি পাতা নিতে হবে আপনি চাইলে কেশুতি পাতা, ফল, ফুল সব কিছুই নিতে পারেন।কেশুতি গাছের ফুল ফল চুলের যত্ন নিতে অনেক কার্যকরী গুরুত্ব পালন করে। ইতিমধ্যে আমরা উপরে আলোচনা করেছি কেশুতি পাতার তেল তৈরি পদ্ধতি নিয়ে কাজেই বুঝতে পারছেন কেশুতি পাতার ব্যবহার এবং নিয়মবিধি কেমন হতে পারে।
তবে কেশুতি পাতার রস ব্যবহার করে আপনার অনেক উপকার আসতে পারে যেমন আপনার চুল পড়া বন্ধ হতে পারে, চুল ঘন এবং সৌন্দর্যপূর্ণ হতে পারে, আপনার মাথাতে যদি অতিরিক্ত খুব খুশকি থাকে তা দূর করতে সাহায্য করে এছাড়াও আপনার মাথায় যদি প্রচন্ড পরিমাণের উকুন থাকে তাহলে নিয়মিত কেশুতি পাতার রস ব্যবহার করার মাথার উকুন দূর হয়।কেশুতি গাছ একটি মহা ঔষধি গাছ যা ব্যবহারে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।চুলের যত্নে কালোকেশী ব্যবহার করার নিয়ম কানুন সঠিকভাবে পালন করুন এতে আপনার চুল হবে সুন্দর।
কালোকেশী পাতার উপকারিতা
কালোকেশী পাতার উপকারিতা অনেক আমরা আগেই জানি কালোকেশী পাতার গুনাগুন বলি সম্পর্কে আমাদের মাথার চুলের জন্য যেমন কার্যকরী এক উপাদান তেমনি আমাদের শরীরের জন্য কালোকেশী পাতার রস উপকারী। চলুন আজ জেনে নেব কালোকেশী পাতার উপকারিতা সম্পর্কে।কালোকেশী আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে এবং সকালে যদি আপনি এক চামচ করে কালোকেশী পাতার রস খেতে পারেন তাহলে আপনার পেটের কৃমি দূর হয়ে যাবে।আমাদের লিভারের প্রাণ ফিরিয়ে আনতে কালোকেশী পাতার রস অনেক কার্যকরী ভূমিকা পালন করে।
আমাদের লিভারের এছাড়াও যে কোন সমস্যা দূর করতে একটি প্রাকৃতিক গুণসম্পন্ন ঔষধ। শুধু কি তাই কালোকেশী পাতার রস আমাদের চুলের জন্য অনেক উপকারী যেমন আপনার যদি বেশি চুল উঠে তাহলে অবশ্যই কালোকেশী পাতার রস নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন এতে আপনি সুফল পাবেন। এবাদেও আমাদের মাথার উকুন নাশক হিসেবে শতভাগ কার্যকরী একটি মহাঔষধ। চুলের যত্নে বেশি কার্যকরী বলে কালোকেশীকে কেশরাজ বলা হয়। হাত অথবা পা কেটে গেলে কালোকেশী পাতার রস ওইখানে লাগিয়ে রাখলে রক্ত পড়া তাৎক্ষণিক বন্ধ হয়ে যায়।
কালোকেশী পাতার অপকারিতা
চুলের যত্নে কেশরাজ
- চুল পড়া বন্ধ করে এবং সুন্দর করে
- চুলের গোড়া শক্ত এবং মজবুত করে
- চুল ঘন এবং মসৃণ করে
- খুশকি দূর করতে সাহায্য করে
- চুলের বৃদ্ধি করতে সহায়তা করে
- উকুন দূর করতে সাহায্য করে
- চুল কালো এবং বড় করতে সাহায্য করে
- চুলের শাইনি ভাব এবং উজ্জ্বলতা ফিরে আনে
ভৃঙ্গরাজ চুলের যত্নে
ভৃঙ্গরাজ চুলের যত্নে এক বিশাল শক্তির উৎস। আমাদের অনেকেরই এই বয়সে চুলের অনেক রকম সমস্যা থেকে যায় যা দূর করতে অনেক ধরনের তেল ব্যবহারেও কার্যকরী কোন লাভ পাওয়া যায় না। বর্তমান বাজারে এমন অনেক তেল রয়েছে যা ব্যবহারের উপকারের চেয়ে অপকারই বেশি হয় যার তাগিদে আমাদের চুলের সঠিক যত্ন নেওয়া হয় না। এর জন্য মূলত আমরা দোষী নয় এটা হয়ে থাকে নানান কোম্পানির স্বার্থে কেমিক্যাল এর ব্যবহার।
কিন্তু কেমিক্যাল না ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে আমরা আমাদের চুলের যত্ন নিতে পারি।এখন ভাবছেন আমরা কিভাবে আমাদের চুলের সঠিক যত্নটা নেব। আসলে আমরা অনেকেই জানি যে আমাদের চুলের জন্য ভৃঙ্গরাজ তেল কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আমরা অনেকে জেনে বুঝে ভৃঙ্গরাজ তেল ব্যবহার করি না এড়িয়ে চলি। আমরা বাড়িতেই ভৃঙ্গরাজ তেল তৈরি করে নিতে পারি খুব সহজেই।
কেশরাজ বা ভৃঙ্গরাজ তেল বলতে আমরা কালোকেশী পাতার তৈরি বিশেষ তেলকে বুঝায়।ভৃঙ্গরাজ আমাদের চুল পড়া বন্ধ করে এবং চুল সুন্দর করে,চুল বড় এবং কালো করতে সাহায্য করে।এছাড়াও চুল ঘন ও মসৃন,চুলের গোড়া শক্ত ও মজবুত করতে সহায়তা করে।পাশাপাশি আপনার মাথায় খুশকি দূর উকুন নাশ করতে সাহায্য করে।আপনার চুলের দ্রুত বৃদ্ধি করতে বিশেষভাবে সহায়তা করে।
আরো পড়ুনঃ অর্জুন গাছের উপকারিতা ও অপকারিতা
কেশুতি পাতার রস
কেশুতি পাতা কোথায় পাওয়া যায়
কেশুতি পাতা কোথায় পাওয়া যায় পুকুরে পাড়ে,জঙ্গলে,মাঠে ঘাঠে পাওয়া যেতে পারে।এছাড়াও আপনার বাড়ির আঙ্গিনায় জন্মাতে পারে কেশুতি গাছ।এক কথায় বাংলাদেশের সর্বত্র দেখা যায় কালোকেশী বা কেশুতি গাছ।কালোকেশী বা কেশুতি একটি একটি প্রাকৃতিক গুণসম্পন্ন মহাঔষধ।আমাদের চুল পড়া রোধ করতে সাহায্য করে।কালোকেশী পাতার রস ব্যবহারে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
শেষ কথাঃচুলের যত্নে কালোকেশী ব্যবহার
চুলের যত্নে কালোকেশী ব্যবহার করে পেতে পারেন সুন্দর এবং সাস্থ্য উজ্জ্বল চুল।প্রাচীন কাল থেকেই কালোকেশীর গাছকে অনেক নামে ডাকা হয়ে থাকে যেমন-ভৃঙ্গরাজ,কেশরাজ বলা হয়ে থাকে।চুলের যত্নে কেশরাজ ও ভৃঙ্গরাজ এক অতুলনীয় প্রাকৃতিক উপাদান।আমার মতে চুলের যত্নে কালোকেশী প্রাকৃতিক মহাঔষধ যা চুলের জন্য পারফেক্ট।আমাদের চুলের যত্নে কালোকেশীকে কেশরাজ বলে সম্বোধন করা হয়ে থাকে। অতএব এখান থেকেই বোঝা যায় আমাদের চুলের জন্য কতো উপকারী।
কিউট ফাইবারেরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url