হাত পায়ের কালো দাগ দূর করার ক্রিম
আপনার ত্বকের ধরন অনুযায়ী প্রত্যেকটা ক্রিম ব্যবহার করা প্রয়োজন। তাই এগুলো ক্রিম সম্পর্কে আমি ধারণা দেবো আপনারাই বাছাই করে নেবেন আপনার ত্বক অনুযায়ী কোন ক্রিম আপনি ব্যবহার করবেন। চলুন ক্রিম নিয়ে আলোচনা শুরু করা যাক।
পেজ সূচিপত্রঃহাত পায়ের কালো দাগ দূর করার উপায়
হাত পায়ের কালো দাগ দূর করার উপায়
হাত পায়ের কালো দাগ দূর করার জন্য ক্রিম এবং ঘরোয়া উপায় দুই ভাবে সম্ভব। আজ আমরা হাত পায়ের কালো দাগ দূর করার জন্য ঘরোয়া এবং ক্রিম সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য নিয়ে আলোচনা করব। আপনাদের ত্বক অনুযায়ী আপনারা ক্রিম ব্যবহার করবেন। ঘরোয়া পদ্ধতিতে আপনি কালো দাগ দূর করতে চাইলে আপনার জন্য আজকের এই পোস্ট।
হাত পায়ে কালো দাগ দূর করার জন্য ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন। কারণ ঘরোয়া প্রাকৃতিক পদ্ধতি অবলম্বনে কালো দাগ দূর করা যায়। এছাড়াও হাত পায়ের কালো দাগ দূর করার জন্য অনেক ভালো ভালো ক্রিম পাওয়া যায়। নিচে যেগুলো ক্রিম আপনার ত্বকের দাগ হালকা করতে সহায়তা করে তা নিয়ে আলোচনা করা হলো ।
আরো পড়ুনঃ মেয়েদের মাথার চুল পড়া রোধে করণীয়
মেলার্ডাম ক্রিম
- ত্বকের কালো দাগ ও অসমান দাগ দূর করতে সহায়তা করে
- হাইর্ডোকুইনোন মুক্ত এবং প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ
- আপনার ত্বকে দিনে দুইবার ব্যবহার করতে পারবেন
- গ্লাইকোলিক অ্যাসিড,আরবুটিন এবং কোজিক অ্যাসিড সমৃদ্ধ
- কালো দাগ দূর করতে সহায়তা করে
- ক্রিমটি ব্যবহারের আগে প্যাকটি ভালো করে পড়ে নিন
- লেবুর নির্যাস সমৃদ্ধ ক্রিম
- আপনার ত্বক হবে উজ্জ্বল এবং দাগ দূর করবে
- ব্যবহারের পূর্বে একটি ভালো করে পড়ে নিন
- আপনার ত্বক হবে উজ্জ্বল এবং মসৃণ
- ভিটামিন সি এবং প্রাকৃতিক উপাদান রয়েছে
- ব্যবহারের পূর্বে প্যাকটি ভালো করে পড়ে নিন
হাত পায়ের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়
হাত পায়ের কালো দাগ দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানব। হাত পা কালো হয়ে থাকলে দেখতে অতটাও সুন্দর লাগে না যার কারণে আমরা কালো দাগ দূর করার অনেক উপায় খুঁজি।সঠিক উপায়টি অনেক সময় খুঁজে পাইনা বলে আমরা কালো দাগ দূর করতে পারি না। শুধু ক্রিম ব্যবহার করে কালো দাগ দূর করা সম্ভব নয় এর জন্য দরকার প্রতিদিন কিছু ঘরোয়া টিপস।
সঠিকভাবে ঘরোয়া টিপস বা ঘরোয়া উপায়ে আমরা আমাদের ত্বকের বা হাত-পায়ের কালো দাগ দূর করতে পারি। তার জন্য আপনাকে প্রতিদিন এক্সট্রা ভাবে সময় দিতে হবে আপনার ত্বকের জন্য এতে করে ত্বক সুন্দর এবং সুস্থ থাকবে। তাই কিছু সময় বা ত্বককে দিন। চলুন আজকে হাত পায়ের কালো দাগ দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে জেনে নিন।
লেবু ও মধুঃলেবু ও মধু উভয় আমাদের ত্বকের জন্য কার্যকরী গুণ সম্মত উপাদান। লেবুতে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের উজ্জ্বলতা এবং মসৃণতা ফিরিয়ে আনে। লেবুর রস এবং মধুর মিশ্রণ বানিয়ে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আমাদের ত্বক উজ্জ্বল এবং দাগ হীন হবে। মধু এবং লেবুর মিশ্রণ বানিয়ে কালো দাগ জায়গায় লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। পরে ধুয়ে ফেলুন এবং ব্যবহারের কিছুদিন পরে পার্থক্য বুঝতে পারবেন।
আলুর রসঃআলুর রস আমাদের ত্বকের আরেকটি প্রাকৃতিক নির্যাসের উপাদান। আলোকে
ব্লেন্ডার মেশিনে ভালো করে পেস্ট করে নিন এরপরে আলোতে থাকা রসগুলো চেপে একটি
বাটিতে নিয়েন। এরপর ভালোভাবে আপনার ত্বকে লাগিয়ে দিন। আলুর রস আপনার ত্বকের
জন্য বন্ধুত্বপূর্ণ ঘরোয়া টিপস। প্রায় ১৫ থেকে ২০ মিনিট রাখার পরে ধুয়ে
ফেলুন।
অ্যালোভেরা জেলঃএলোভেরা জেল আপনার ত্বকের জন্য যত্নের এক অপূর্ব সমাহার।
আমরা অনেকেই অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা চিনে থাকি। মূলত এলোভেরা বাজারে বিক্রি
হয় এছাড়া অ্যালোভেরা জেল ও বাজারে বিক্রি হয়। অ্যালোভেরা জেল ব্যবহারের
পূর্বে আপনাকে বেশি সময় দিতে হবে সেজন্য আপনি রাতে ঘুমানোর আগে এলোভেরা জেল
ব্যবহার করতে পারেন। পরের দিন সকালে ভালোভাবে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে খুব
শীঘ্রই পার্থক্যটি বুঝতে পারবেন।
হলুদের গুঁড়াঃহলুদের গুড়া আপনার ত্বকের কালো দাগ দূর করার একটি
এক্সপার্ট মাধ্যম। এজন্য আপনাকে অবশ্যই কিছু হলুদের গুড়া করে নিতে হবে। হলুদের
সাথে এক চামচ লেবুর রস মিশিয়ে ভালো করে মেখে নিন এরপরে আপনার হাত-পায়ের কালো
দাগ স্থানে ১০ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখুন।
আপনি যদি ওপরের এগুলো ব্যবহারের মাধ্যমে ভালো সুফল পেতে চান তাহলে অবশ্যই
আপনাকে ক্রিম এর পাশাপাশি ব্যবহার করতে হবে। অবশ্যই আপনাকে ক্রিম এবং
ঘরোয়া উপায়ে কালো দাগ দূর করার জন্য সানস্ক্রিন ক্রিমটাও আপনাকে ব্যবহার করতে
হবে। কারণ উপরে উল্লেখিত ক্রিম এবং ঘরোয়া টিপস এর পাশাপাশি সানস্ক্রিন ক্রিম
ব্যবহার আবশ্যক।
চুলকানির কালো দাগ দূর করা ক্রিম
আমরা অনেকেই বাজারে অনেকগুলো ক্রিম দেখতে গিয়ে ভালো ক্রিমটা খুঁজে পায় না। যার জন্য কালো দাগ দূর করতে পারি না ক্রিম খুঁজতে গিয়ে অনেক দ্বিধা দন্ডে পড়ে যায়। এই দ্বিধাদ্বন্দে পড়ার জন্য সঠিক ক্রিমটি খুঁজে পেতে সমস্যায় পড়ি। চুলকানির কালো দাগ দূর করার জন্য প্রায় একই ক্রিম ব্যবহার করা হয় তাই এর জন্য আলাদা কোন ক্রিম ইউজ করতে হয় না।
চুলকানির কালো দাগের জন্য আপনি Ezex cream এবং Exovate N ব্যবহার করতে পারেন। চুলকানির কালো দাগ দূর করার জন্য এই ক্রিমগুলো অনেক ভালো। চুলকানির কালো দাগ দূর করার জন্য আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
শরীরের কালো দাগ দূর করার ক্রিম এর নাম
শরীরের কালো দাগ দূর করার জন্য বাজারে অনেক ধরনের ক্রিম পাওয়া যায়। আজকে আপনাদেরকে এমন কয়েকটি ক্রিমের সাথে পরিচয় করিয়ে দেবো যেগুলো শরীরের কালো দাগ দূর করার জন্য ভালো কাজ করে। আপনি যদি টাকা নষ্ট করে ভাল ক্রিম ব্যবহার না করতে পারেন বা কালো দাগ না উঠে তাহলে টাকা নষ্ট করে কি হবে। চলুন আজ আপনাদের কয়েকটি ক্রিমের সাথে পরিচয় করিয়ে দেই।
সাধারণত অনেক কারণে শরীরের কালো দাগ সৃষ্টি হয় এর মধ্যে কয়েক টি
উল্লেখযোগ্য কারণ হলো শরীরে ভিটামিনের অভাবে কালো দাগ দেখা যেতে পারে। ব্রোন ও
এলার্জি জন্য কালো দেখা দিতে পারে। শরীরে মেস্তা বের হলেও কালো দাগ দেখা দেয়।
এছাড়াও ডায়াবেটিস জনিত কারণে কালো দাগ দেখা দিতে পারে বেশি মোটা হবার জন্য অনেক
জায়গায় কালো দাগ হয়ে থাকে।
এছাড়া আপনার ত্বকে কেটে যাওয়ার কারণে, আঘাত লাগার কারণে কালো দাগ বা কালো
ছাপ দেখা দিতে পারে এগুলো সব দাগ দূর করার জন্য কিছু ক্রিম বা কিছু ঘরোয়া টিপস
অবলম্বন করলেই দূর করা সম্ভব। হাইপার পিকমেন্টেশন বলতে শরীরের কালো দাগ বা
কালো ছাপকে বোঝায়। শরীরের কালো দাগ কোন রোগ নয় তাই এটা নিয়ে ঘাবড়ানোর
বিষয় না।
পি-ভিটা ক্রিম(P-vita cream) ঃ পি-ভিটা ক্রিম আপনার ত্বকের কালো দাগ
সহ মেছতা , মোলা নিন দূর করতে সাহায্য করে। পি-ভিটা ক্রিমটির প্রচুর চাহিদা
হওয়ার জন্য ক্রিমটি ব্যবহার এবং গ্রাহক সবসময় বেশি। ক্রিমটির তুলনামূলক দাম ও
একটু বেশি। আপনার ত্বকে যদি এই সমস্যা জনিত দাগ থাকে
তাহলে ক্রিমটি ব্যবহার করতে পারেন।
কজিকেয়ার স্কিনলাইটিং লোশন (Kozicare Skin Lightning Lotion) ঃএই
ক্রিম বা লোশন ব্যবহারে আপনার ত্বক এ যত রকম কালো দাগ আছে সব দূর করতে
সক্ষম এবং শতভাগ কার্যকরী। এই ক্রিম ব্যবহারে আপনার ত্বক সুন্দর হবেই।
সাধ্যের মধ্যে হওয়ার জন্য এই ক্রিমটার চাহিদা ব্যাপক পরিমাণের।
বাংলাদেশের সব জায়গায় এ ক্রিমটি পাওয়া যায়। আপনার ত্বকে ময়েশ্চারাইজড
করতে সহায়তা করে।
চামড়ার কালো দাগ দূর করার উপায়
অতিরিক্ত কিছু টিপস
সতর্কতা অবলম্বন
সতর্কতা অবলম্বন করাটা আপনার ত্বকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনার ত্বকের সঠিক যত্ন নিতে চাইলে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এর জন্য আপনাকে প্রথমেই বাজারে যেখানে সেখানে বিক্রয়কৃত ক্রিম, লোশন ইত্যাদি ক্রয় থেকে বিরত থাকুন। আপনার ত্বকে যদি বেশি সমস্যা মনে হয় তাহলে অবশ্যই ভালো ত্বকের ডাক্তার বা স্কিনের ডাক্তার দেখাতে পারেন।
আমাদের শেষ কথা
আমাদের শরীরের প্রত্যেকটি অংশই আমাদের জন্য গুরুত্বপূর্ণ । তাই আমাদের কর্তব্য আমাদেরকে নিজের ত্বকের যত্ন নিতে হবে এর জন্য আমি মনে করি ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়াটা ভালো। আপনি যদি ক্রিম ব্যবহার এর সঙ্গে সঙ্গে ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন।
এর জন্য আপনাকে অতিরিক্ত অর্থ বা অতিরিক্ত পরিশ্রম দিতে হবে না। শুধু একটু সময় বের করে আপনার ত্বকের যত্ন নিতে পারেন। মূলত আমাদের শরীরে অনেক ধরনের সমস্যার কারণে আমাদের হাত পায়ে বা শরীরে কালো দাগ দেখা দেয়। এই দাগ দূর করতে চাইলে ওপরে উল্লেখিত কিছু ঔষধ বা ক্রিম সম্পর্কে তুলে ধরা আছে সেটা অবলম্বন করতে পারেন
কিউট ফাইবারেরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url